বাবা, তোমাকে কখনো বলা হয়নি 'ভালোবাসি

 


বাবা, তোমাকে কখনো বলা হয়নি 'ভালোবাসি'

পঞ্চম শ্রেণির সেই ছোট্ট আমি তখন বুঝতেই পারিনি -
জীবন কী? মৃত্যু কী?
আর বাবাহীন এই পৃথিবী যে এত নির্জন...

তুমি চলে গেলে অকালে, অসময়ে -
নিঃশব্দে, এক বিষাদের রাতে,
আমাদের এগারোটি অসমাপ্ত গল্প নিয়ে...

আজ আমরা সবাই বাবা-মা হয়েছি,
তখনই উপলব্ধি করি -
তোমার প্রতিটি কষ্ট,
প্রতিটি অনাহুত ত্যাগের গভীরতা...

তুমি নেই, তবুও আছো -
আমাদের শিরায়-উপশিরায়,
প্রতিটি স্বপ্নের গভীরে,
প্রতিটি সাফল্যের নেপথ্যে...

তুমি সেই অনির্বাণ আলো -
যা দেখি না, কিন্তু অনুভব করি
জীবনের প্রতিটি বাঁকে,
প্রতিটি অসহ্য মুহূর্তে...

#HappyFathersDay আমার সেই নীরব নায়ককে... ❤️

মিস ইউ বাবা... আজও, প্রতিটি নিঃশ্বাসে...

 


Post a Comment

0 Comments